মালদা

শুধুমাত্র মনের জোরে ৭৫ শতাংশ নাম্বার এনে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করল জনম অন্ধ ছাত্রী

একেই বলে মনের জোর ও ইচ্ছা শক্তি। আর এই মনের জোর ও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে বধ করে মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নাম্বার নিয়ে তাক লাগিয়ে দিল পুরাতন মালদার বাচামারি জিকে হাইস্কুলের ছাত্রী অনিন্দ্রা আচার্য্য।

জানা যায়, পুরাতন মালদার বাচামারির বাসিন্দা তথা পেশায় দিনমজুর ইন্দ্রজিৎ আচার্যের মেয়ে অনিন্দ্রা আচার্য ছোট থেকেই অন্ধ। দুই চোখে ছোট থেকেই দেখতে পায়না। পাশাপাশি শারীরিক ভাবে অক্ষমতা রয়েছে। কিন্তু তাতে কি। এই সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে বিন্দু মাত্র থেমে থাকেনি সে। মনের জোর ও ইচ্ছা শক্তিকে হাতিয়ার করে দিন প্রতিদিন পর্বত প্রমান বাধা অতিক্রম করে পড়াশোনা চালিয়ে গেছে ওই অনিন্দ্রা। সেই মতো চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে বসেছিল সে। পরীক্ষার ফলাফলের পর জানা যায়, অনিন্দ্রা শুধু মাত্র পাশ করেছে তা নয়। ৭৫ শতাংশ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় ওই ছাত্রী। 

মেয়ের এই অনবদ্য সাফল্যে বেজায় খুশি অনিন্দ্রার বাবা মা। মেয়ের এই সাফল্য নিয়ে বলতে গিয়ে ইন্দ্রজিৎ আচার্য জানান, মেয়ের সাফল্যে তারা বেজায় খুশি। তারা এতটা আশা করেননি। তবে তাদের মেয়ে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি গান খুব ভালোবাসে। মেয়ে অনেক দুর পড়তে চায়। তবে তাদের আর্থিক সমস্যার পাশাপাশি এই সমস্ত স্টুডেন্টের জন্য বিশেষ গৃহশিক্ষকের প্রয়োজন তা তারা পাচ্ছেন না বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/cKDTbimlEdk